প্রশ্ন: মাদারীপুর জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উ: ১৯৮৪ সালে।
প্রশ্ন: মাদারীপুর জেলার সীমানা কি?
উ: মাদারীপুর জেলার সীমানা:
✅ উত্তরে: ফরিদপুর ও পদ্মা নদী
✅ দক্ষিণে: বরিশাল
✅ পূর্বে: শরীয়তপুর ও মেঘনা নদী
✅ পশ্চিমে: গোপালগঞ্জ জেলা ও পদ্মা নদীর প্রবহমান
প্রশ্ন: মাদারীপুর জেলার আয়তন কত?
উ: ১১২৫.৬৯ বর্গ কিলোমিটার।
প্রশ্ন: মাদারীপুর জেলার সাক্ষরতার আন্দোলনের নাম কি?
উ: জ্যোতিময় মাদারীপুর।
প্রশ্ন: মাদারীপুর জেলার গ্রাম কতটি?
উ: ১১০৮ টি।
প্রশ্ন: মাদারীপুর জেলার কতটি ইউনিয়ন রয়েছে?
উ: ৫৯টি।
প্রশ্ন: মাদারীপুর জেলার উপজেলা/থানা কতটি ও কি কি?
উ: ৫ টি। মাদারীপুর সদর উপজেলা, কালকিনি উপজেলা, রাজৈর উপজেলা, শিবচর উপজেলা, ডাসার উপজেলা।
প্রশ্ন: মাদারীপুর জেলার পৌরসভা কতটি?
উ: ৪ টি। মাদারীপুর, শিবচর, রাজৈর ও কালকিনী।
প্রশ্ন: মাদারীপুর জেলার নদ-নদী কি কি?
উ: পদ্মা, মেঘনা ইত্যাদি।
প্রশ্ন: মাদারীপুর জেলার শিল্প ও খনিজ সম্পদগুলো কি কি?
উ: পীট কয়লা, বস্ত্র শিল্প, পাট শিল্প, মৃৎশিল্প ইত্যাদি।
প্রশ্ন: মাদারীপুর জেলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলো কি কি?
উ: শাহ মাদারের দরগাহ, আউলিয়াপুর নীলকুঠি, পর্বতের বাগান, মাদারীপুর লেক, রাজারাম মন্দির।
প্রশ্ন: মাদারীপুর জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ কারা কারা?
উ: এফ আর. খান (স্থপতি), হাজী শরীয়ত উল্লাহ (ধর্ম সংস্কারক), দুদু মিয়া (ধর্ম সংস্কারক), সুনীল গঙ্গোপাধ্যায় (সাহিত্যিক)।